আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সিলেট-১ ও সিলেট-৫ আসনের আরও দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে প্রার্থিতা ফিরে পান এই দুই প্রার্থী।
প্রার্থিতা ফিরে পাওয়া দুইজন হলেন, সিলেট-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমেদ এবং সিলেট-৫ আসনের তৃণমূল বিএনপির কয়সর আহমেদ কাওসার।
এর আগে রোববার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়ন পত্র স্থগিত করা হয়।
পরে আজ যাচাই-বাছাই শেষে এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
শেয়ার করুন