সিলেটে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এঘটনায় পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বন্দরবাজার এলাকা থেকে মাহফুজ আহমদ (৩০) নামের এক যুবককে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়।
পরবর্তীতে অপহরণকারীরা ওই যুবকের ব্যবহৃত মোবাইল হতে ফোনকলের মাধ্যমে তার আত্মীয় স্বজন সহ তার বন্ধুদের নিকট মুক্তিপন দাবী করে।
পুলিশ আরও জানায়, এঘটনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে শাহরিয়ার আহমদ শান্ত (২৪), রাজা মিয়া (২৫), সিয়াম আহমদ (২০) ও তারেক আহমদ (২৫) নামের চারজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি অপহৃত মাহফুজ আহমদ (৩০)কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
শেয়ার করুন