সিলেটে ৪র্থ বারের মত চালু হচ্ছে ৬ টি ভ্যাট বুথ

সিলেট

নিউজ ডেষ্কঃ মূসক বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃক ৪র্থ বারের মত চালু হচ্ছে ৮-৯ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ দুই দিনব্যাপী ভ্যাট বুথ/স্টল। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও ইএফডি ব্যবহার, মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে এবং করদাতাদের সুবিধার্থে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন এর উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট এর সহকারী কমিশনার জনাব প্রণয় চাকমা এর প্রচেষ্ঠায় দেশের পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় ৪র্থ বারের মত ৬ টি বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে।
৮-৯ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত নির্ধারিত স্থানে “ভ্যাট বুথ”খোলা থাকবে। জানা যায়, ৬ টি স্থানে “ভ্যাট বুথ/স্টল” বসানো হয়েছে। যথা:
১. রোজ ভিউ শপিং কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট; ২. মামার বাজার, জাফলং, গোয়াইনঘাট, সিলেট;
৩.আর্কেডিয়া শপিং মল, আম্বরখানা, সিলেট; ৪. শুকরিয়া মার্কেট, জিন্দাবাজার, সিলেট; ৫. বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি অফিস, মুসা মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট; এবং 6. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান করছি।

প্রণয় চাকমা
সহকারী কমিশনার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সিলেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *