মাহে রমজান উপলক্ষে সিলেটে ৫ টাকায় ইফতারি বিক্রি করবে “সৎ পথের পথিকরা” নামক সেবামূলক সংগঠন।
পহেলা রমজান থেকে মাসব্যাপী প্রতিদিন কমপক্ষে ১শ’র উপরে ইফতার প্যাকেট সিলেট নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিক্রি করবে সংগঠনটি।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অসহায় ও সাধারণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা, যাতে স্বল্পমূল্যে মানসম্মত ইফতার নিশ্চিত করা যায়। ৩০ রমজানজুড়ে এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
নিয়ম ও অংশগ্রহণ: একজন রোজাদার শুধুমাত্র একটি প্যাকেট নিতে পারবেন।
ইচ্ছুক ব্যক্তি চাইলে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন অথবা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারেন।
এছাড়া ও সম্পুর্ন বিনামূল্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার বিতরণ করা হবে।।
রমজানের আগের দিন থেকে ত্রাণ রেশন বিতরণ কার্যক্রম চলবে।
এই মহতী উদ্যোগে শরিক হয়ে রমজানের বরকত লাভ করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে সংগঠন এর পক্ষ থেকে।
শেয়ার করুন