সিলেট এমসি কলেজের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে দেখতে গেলেন মহানগর শিবির সভাপতি

সিলেট

সিলেট এমসি কলেজের ঘটনায় আহত দুই শিক্ষার্থী ও অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করলেন ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতিসহ নেতৃবৃন্দ।

গতকাল রাতে সিলেট এমসি কলেজে সৃষ্ট ঘটনায় আহত দুই শিক্ষার্থী বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কর্মী মিজানুর রহমান রিয়াদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জাকিরুল ইসলাম হৃদয়কে হাসপাতালে গিয়ে দেখে আসেন ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ। তিনি গতরাতের ঘটনার ব্যাপারে দুইজনের কথা শুনেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়াদির খোঁজখবর নেন। আহতদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মোঃ রিয়াজ স্যারের সাথে সাক্ষাৎ করে গতরাতে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করার ব্যাপারে ছাত্রশিবিরের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মহানগর সভাপতি বলেন, কোনো তদন্ত ও তথ্য-প্রমাণ ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে ছাত্রশিবিরের উপর দায় দেওয়াটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং উদ্বেগজনক। বিশেষত একটি চিহ্নিত গোষ্ঠী, যারা ইতোমধ্যেই শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশদান ও প্রতিপালনের ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ও হচ্ছেন, তারা এ ঘটনায় যেভাবে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচারের বন্যা বইয়ে দিচ্ছেন, একে তিনি ২৪-এর ছাত্র-জনতা অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসম্মানজনক আচরণ বলেও অভিহিত করেন। তিনি কলেজ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন। পাশাপাশি অপপ্রচারকারীদেরকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *