সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘আওয়ামী দুঃশাসনের অবসানের পর এখন আমাদের গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে। এ জন্য দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ সংসদ নির্বাচন দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। সবাইকে নিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করা হবে।’
তিনি সোমবার (১৭ মার্চ) সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারাদেশে যুবদলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছিলেন। যুবদল দেশের প্রতিটি ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি যুবদলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জেলার সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, মহানগর যুবদলের সহ-সভাপতি প্রানেশ দেব, ময়নুল ইসলাম, জেলার সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মহনগরের সহ-সভাপতি মামুন আহমদ মিন্টু, সৈয়দ আমিন আহমদ, সোহেল মাহমুদ, মো. নজরুল ইসলাম, মালেক আহমদ, মো. হোদায়েত উল্লাহ হিরন, জেলার সহ-সভাপতি আবু হানিফ, মো. মঈন উদ্দিন, মহানগরের সহ-সভাপতি মো. জুয়েল আহমদ জুবের, মো. সুরুজ আলী, জেলার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম মনু, মহানগরের সহ-সভাপতি হেলাল আহমদ, মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, জেলার সহ-সভাপতি ডি এইচ খান মিশু, সাজ্জাদ হোসেন দুদু, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, কয়েস আহমদ, মো. ইসহাক আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. এখলাছুর রহমান মুন্না, মো. কামরান হোসেন হেলাল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, করুণাময় সিংহ, খালেদ আহমদ, সাহেল রহমান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ আলম, খালেদ আহমদ (সাবেক চেয়ারম্যান), মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, এম এ সালাম, মো. আব্দুর রহমান শামীম, আজিজুল হক আরজু, নূর উদ্দিন খান হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজু, মহানগরের সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান তাইফুর, সজিবুর রহমান রুবেল, জেলার সহ-সাধারণ সম্পাদক মো. সাহেল আহমদ, মহানগরের সহ-সাধারণ সম্পাদক আফজাল খান পাপলু, জেলার সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জ¦ল, মহানগরের সহ-সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমদ ময়না, জেলার সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহিন, জি এম শফিক আহমদ, মহানগরের সহ-সাধারণ সম্পাদক হিফজুল বিশ্বাস রাজু, শাহিন উদ্দিন আহমদ, মো. ছবরুল ইসলাম, হাসান আহমদ রাসেল, মো. রাহাত আহমদ টিপু, রাজু আহমদ, রিয়াজ আহমদ, হোসেন আহমেদ, জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, মহানগরের সহ-সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, মো. আনোয়ার কাদির, জেলার সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, মহানগরের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহমত আহমদ টিপু, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, মহানগরের স্বাস্থ্য বিষয়ক সম্পদক রাসেল আহমদ, জেলার ত্রাণ বিষয়ক সম্পদক ওয়েস আহমদ বীর, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, মহানগরের সহ-সাংগঠনিক তাইম আলী কাইয়ুম, মেহেরাজ ভূঁইয়া পলাশ, মো, আশরাফ হোসেন শোয়েব, মো. আব্দুল মালেক সুমন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম আহম খাঁ, এহসানুল করিম মিশু, মাহমুবুল হক মাহতাব, জেলার সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ চৌধুরী শুভ প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ড, ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।