স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে বেড়েছে মশার উৎপাত। গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে মশা যেন আরো বেপরোয়া হয়েছে। বিকেলের পরেই বাধ্য হয়ে দরজা জানালা লাগিয়ে দিতে হচ্ছে সবাইকে। তবুও নিস্তার মিলছে না। সিসিক কর্মীদের মাঝেমধ্যে ওষুধ প্রয়োগ করতে দেখা যায়। কিন্তু দৃশ্যমান বড়ো কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।ফলে বিকেল হলেই নগরীর ড্রেন, নালা, ছড়ায় অসংখ্য মশা দেখা যায়। এসব নিয়মিত পরিষ্কার না করা ও মশানিধনের ওষুধ না ছিটানোকে দায়ী করছেন নগরীর বাসিন্দারা। তবে ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে নালা ডেন পরিষ্কার হলেও মশক নিধন অভিযান চোখে পড়েনি।
শুরুতে সিলেট সিটি কর্পোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হলেও বর্তমানে সিটির ওয়ার্ড হয়েছে ৪২টি। সেজন্য মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এদিকে মশক নিধন কার্যক্রমের জন্য ১৫ দিন পরপর ফগার মেশিনে ওষুধ স্প্রে করার কথা রয়েছে, এজন্য সব মিলিয়ে তাদের ৯০ জন কর্মী প্রয়োজন হয়। সেসব কর্মীদের দিন প্রতি পাঁচশত টাকা করে মজুরি দেওয়া হয়। এভাবেই মশা নিধনের কার্যক্রম পরিচালনা করে আসছে সিসিক। তবে যাদের দিয়ে কাজ করানো হয় তারা সবাই অস্থায়ী ভাবে কাজ করেন, সেজন্য তারা পরের বার আর কাজ করতে চান না। এ নিয়ে সিসিক কর্তৃপক্ষ বলছে তারা যেহেতু দৈনিক মজুরিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে অনেককর্মী কাজে ফাঁকি দেন।
এদিকে আগে মশক নিধন কার্যক্রমের কর্মীদের কিছু ওয়ার্ডে নগর ভবনের দায়িত্বশীলরা ও দূরবর্তী কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশনা অনুযায়ী কাজ করানো হতো। তবে ৫ আগস্ট পরর্বর্তী প্রেক্ষাপটে মেয়র-কাউন্সিলর শুণ্য নগরীতে প্রায় বন্ধ রয়েছে মশক নিধন কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছেন তারা।
সিসিক কর্তৃপক্ষ বলছে, তারা বছরে ৪টি ধাপে পুরো নগরীতে মশক নির্ধন কার্যক্রম চালিয়ে থাকে। কিন্তু প্রয়োজনীয় জনবল সঙ্কটের কারণে তা ঠিক ভাবে করা সম্ভব হয় না। নগরীর ২৭টি ওয়ার্ডের পর্যাপ্ত জনবল নেই। এরই মধ্যে বেড়েছে আরো ১৫টি ওয়ার্ড। ফলে মশকনিধনে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়ম মাফিক কীটনাশক প্রয়োগ না করায় মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মশা নিয়ন্ত্রণ করতে একটি এলাকায় ১৫ দিন পর একবার করে স্প্রে এবং এর ১৫ দিন পর ফগার মেশিন ব্যবহার করতে হয়। এভাবে ৪ থেকে ৬ বার স্প্রে করতে পারলে দীর্ঘ মেয়াদী ফল পাওয়া যাবে। কিন্তু প্রয়োজন মাফিক জনবল না থাকায় সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। স্প্রে করার ৫ থেকে ৭ দিনের মধ্যে ফগিং করতে হচ্ছে। ফলে অভিযানের সুফল মিলছে না।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, অর্থ ও জনবলের সংকট থাকায় মশকনিধন কার্যক্রম যে ভাবে পরিচালনা করার কথা রয়েছে সেভাবে হচ্ছে না। এই মুহূর্তে ওয়ার্ড গুলোতে একেবারেই কাজ হচ্ছে না। তবে সেপ্টেম্বর থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। বিভিন্ন ওয়ার্ডে ১৫ জন সুপারভাইজার ও ১৫ জন ঔষধ ছিটানোর জন্য কর্মী নিয়মিত কাজ করে যাচ্ছে। তাছাড়া বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা খোঁজে অভিযান পরিচালনা করা হয়েছে।
শেয়ার করুন