গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও নেতৃবৃন্দের
মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতা রাজপথে থাকবে
—-মুহাম্মদ ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর বলেছেন- আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি আজ মুক্তির প্রহর গুণছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে।
জনতার বিজয় সান্নিকটে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সহ বিরোধী সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনতার বাঁধভাঙ্গা স্রোতে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেসে যাবে। এদেশে আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র সফল হবেনা।
শনিবার দুপুরে নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১০-দফা বাস্তবায়নের দাবীতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে পৃথক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সিলেট জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, নিজাম উদ্দিন সিদ্দিকী, মাওলানা মাশুক আহমদ, রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী সিদ্দিক আহমদ প্রমূখ।
আম্বরখানা এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ। উপস্থিত ছিলেন, জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ আল হোসাইন, জেলা উত্তরের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা ফখরুল ইসলাম খান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।
চৌহাট্টা এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্বে দেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আব্দুস সাত্তার, মু. আজিজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন প্রমূখ।
পৃথক গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরো বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ ফ্যাসিস্ট সরকার দেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলা জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। গণতন্ত্রকামী মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠুভাবে আয়োজনের দাবীতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। এই সময়ে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা হয়েছে।
শুধু তাই নয়, ষড়যন্ত্রমূলক মামলায় আমীরে জামায়াতকে দুই দফায় রিমান্ডে নেয়া হয়েছে। যা বর্বরতাকেও হার মানিয়েছে। জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিন। অবিলম্বে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন তারা।
শেয়ার করুন