সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে চরমহল্লা ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির এক প্রস্তুতি সভা.রোববার বিকেলে টেটিয়ারচর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

চরমহল্লা ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হকের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ আইন সম্পাদক এড. আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেন, আওয়ামী সরকার বিএনপির গণজোয়ারে দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশ ব্যর্থ করতে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সুষ্টি করছে সরকার। কিন্তু সফল হতে পারেনি। শতবাধা উপেক্ষ করে স্রোতের মতো লাখো মানুষ বিএনপির সমাবেশে যোগ দিচ্ছে।

১৯ তারিখের সিলেট বিভাগীয় সমাবেশ জনস্রোতে পরিনত হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল। বক্তব্য রাখেন, বিএনপি নেতা হোশিয়ার আলী মেম্বার, বাদশাহ মিয়া, ছমরু মিয়া, ইউনুছ আলী, আবুল কালাম, শাহেব আলী, আব্দুল মতিন, আব্দুল ওয়াহাব, আব্দুল হেকিম, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন, সৈয়দুর রহমান, তৈয়ব আলী, হারুন রশীদ, রইছ উদ্দীন, যুবদল নেতা নুরুজ্জামান, এংরাজ মিয়া, হাজী ইব্রাহিম আলী, আবু সুফিয়ান, জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনেদ আহমদ, ছাত্রদল নেতা আল আমিন, ফয়সল আহমদ, খালেদ আহমদ,রাসেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *