মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৫ এর সিলেট বোর্ডে বৃহস্পতিবার (০৮ মে) অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পরীক্ষায় ইংরেজি মাধ্যমের বহুনির্বাচনি প্রশ্নে একাধিক ভুল লক্ষ্য করা গেছে। এতে অনেক শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়ে ভুল উত্তর করেছেন বলে জানা গেছে।
বাংলাভার্সন বহুনির্বাচনি প্রশ্নের সেট ‘ঘ’ ও ইংরেজি ভার্সনের সেট ‘D’ এর প্রশ্নপত্র ঘেঁটে লক্ষ্য করা যায়, প্রশ্নপত্রের ৩নং প্রশ্নে বলা হয়েছে the reason of law productivity of general labour of Bangladesh is.. এই প্রশ্নে law productivity বলতে আইন উৎপাদন বুঝায় যেটি হওয়ার কথা ছিল low productivity অর্থাৎ কম উৎপাদন বুঝাবে।
একই সেটের বাংলা ভার্সনে ২১ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সামাজিক পরিবর্তন সূচনা করে কোনটি? (ক) প্রযুক্তি (খ) সংস্কৃতি (গ) শিক্ষা (ঘ) শিল্পায়ন। তবে ইংরেজি ভার্সনের ২১ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে Which one introduce social charge? (a) Technology (b) Culture (c) Education (d) Industrialization। এখানে Social Charge না হয়ে হওয়ার কথা ছিল Social Change!এতে প্রশ্নের ভাবার্থ পরিবর্তন হয়ে যাওয়ার ফলে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে ভুল উত্তর লিখেছে বলে জানা গেছে।
অন্যদিকে বাংলা ভার্সন প্রশ্নের ২২ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রবাসী আয় অন্তর্ভুক্ত থাকে কোনটিতে? (ক) GNP (খ) GDP (গ) PCI (ঘ) GNI তবে ইংরেজি ভার্সনের একই প্রশ্নে (২২ নং) জানতে চাওয়া হয়েছে In which sector the abroad income is included? (a) GMP (b) GDP (c) PCI (d) GNI এখানে (a) অপশনে দেওয়া GMP এর পরিবর্তে GNP হবে। এই পরীক্ষায় প্রশ্নপত্রে ভুলের কারণ ইংরেজি মাধ্যমের অধিকাংশ শিক্ষার্থী ভুল উত্তর লিখে আসছে বলে জানা গেছে। এছাড়াও আরও কয়েকটি প্রশ্নে বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সনের প্রশ্নের ভাবার্থ পার্থক্য লক্ষ্য গিয়েছে।
এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় এমন ভুলের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এতে কয়েকটি বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারক লিপি দিবেন বলে জানা গেছে।
ক্ষোভ জানিয়ে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহরিয়ার সাকিব বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এরকম ভুল হওয়া খুবই অনাকাঙ্ক্ষিত। প্রশ্নপত্রে বানান ভুলের কারণে অর্থগত অনেক পার্থক্য হয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়েছে। এর দায়ভার কে নিবে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।
এক পরীক্ষার্থীর অভিভাবক ড. ইসমত আরা বলেন, বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে কয়েকটি ভুল রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা ভুল উত্তর করে আসছে। বাংলা ভার্সনের প্রশ্নপত্র ঠিক থাকলেও ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে একই প্রশ্নগুলো ভুল দেওয়া হয়েছে। এটা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি বোর্ডের এমন ভুলের দায়ভার যেন শিক্ষার্থীদের উপর না পড়ে। কর্তৃপক্ষ যাতে এই ভুলের যথাযথ ব্যবস্থা নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বলেন, এসএসসির মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় বোর্ডের প্রশ্নপত্রে এমন ভুল অপ্রত্যাশিত। বোর্ডের প্রশ্নপত্রে যেহেতু ভুল আছে, সেহেতু এর দায়ভার তাদেরকেই নিতে হবে। এর দায় শিক্ষার্থীদের উপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান শিক্ষক ও অভিভাবকরা।
এ বিষয়ে জানতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ বলেন, পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করা ও নির্বাচন করা হয়। প্রশ্নে কোন ধরণের ভুল হয়ে থাকলে সেটা আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে একটা ব্যসস্থা নিব। এতে শিক্ষার্থীদের কোন ধরণের ক্ষতি হবে না জানিয়ে তাদেরকে চিন্তিত না হওয়ার আহ্বান জানান তিনি।
শেয়ার করুন