সিলেট সিটির ২৪ কেন্দ্র এগিয়ে আনোয়ারুজ্জামান

সিলেট

চলছে ভোটারদের ভোট গণনা। কে হতে যাচ্ছেন সিলেট সিটির নগরপিতা তা জানা যাবে আজ রাতেই। সবার যেন এখন আগ্রহ সিলেট সিটির নির্বাচন নিয়ে।

ইতিমধ্যে ২৪টি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি।

স্থানীয়ভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী ২৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১৬ হাজার ৪৯০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৫৯৯।

বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *