স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনে নৌকায় ভোট দিতে সরব রয়েছেন ভোটাররা, ৭ই জানুয়ারীর নির্বাচনে বিজয়ে হবে কাঙ্খিত উন্নয়ন। অতীতের মতো সততা ও নিষ্ঠার সাথে সমবন্টনের মাধ্যমে পালন করব নিজের দায়িত্ব, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এলাকাবাসী সুখে-দুঃখে পাশে থাকব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়নের ছোয়ায় ভাসিয়ে দেব সিলেট-২ আসনের সর্বত্র। আওয়ামী লীগের নেতাকর্মীরা অবহেলিত-বঞ্চিত গরীব মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। আর তাইতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে সারাদেশে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের জানাইয়া গ্রামে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে, রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে, দশঘর ইউনিয়নের দশঘর গ্রামে ও নোয়াগাঁও গ্রামে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠক, পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভাগুলো বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর ফলিক চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, প্রবাসী মাহবুবু মিয়া, লাকী মিয়া, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর প্রবাসী মনির মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ নেহারুন নেছা, মকদ্দুছ আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, আজিজুর রহমান বাবুল, এমদাদ হোসেন নাঈম, লন্ডন মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি দারা মিয়া, জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য শংকর দাশ শংকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক আখলুছ মিয়া, যুক্তরাজ্যের ওল্ডহাম যুবলীগের সভাপতি সৈয়দ আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন।
পৌরসভার ৮নং ওয়ার্ডের জানাইয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায়, খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের যৌথ পরিচালনায়, রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার সভাপতিত্বে ও সংগঠক কামাল উদ্দিনের পরিচালনায়, দশঘর ইউনিয়নের দশঘর গ্রামে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি নুনু মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা শহীদুজ্জামান সেলনের পরিচালনায়, নোয়াগাঁও গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মুরব্বী আব্দুল গফুর, মাসুক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ, আওয়ামী লীগ নেতা পীর জিতু মিয়া, দুদু মিয়া, জামাল আহমদ মেম্বার, হুসিয়ার আলী, সাঈদ আহমদ, জালাল উদ্দিন, আব্দুল হক, আব্দুল হামিদ, সায়েদ আলম, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা নাসির মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সালমান আহমদ, দশঘর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীন।
শেয়ার করুন