সম্প্রতি সিলেটজুড়ে চোখ উঠা ও সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শহর থেকে গ্রাম- প্রায় প্রতিটি জায়গায় এখন এসব রোগে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এরইমধ্যে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। সিলেটে গত দুই সপ্তাহে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
রোববার (২ অক্টোবর) দুপুরে – এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল (রোগ নিয়ন্ত্রণ) অফিসার ডা. আমির শাহরিয়ার।
তিনি বলেন, দুই সপ্তাহে সিলেট জেলায় চারজন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালে ও বাকি একজন জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- ডেঙ্গুর মৌসুম শুরু হলেই নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েন। বর্ষাকাল শেষ হলেও বৃষ্টিপাতের কারণে ছড়িয়ে পড়ে মশাবাহিত ডেঙ্গু রোগ। এডিস মশা এ রোগের জীবাণু বহন করে। নির্মাণাধীন ভবনের অস্থায়ী চৌবাচ্চা, মেঝেতে জমিয়ে রাখা পানি এবং দোকান অধ্যুষিত এলাকায় ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এ সময় এডিস মশা বংশবিস্তার করে। যেহেতু এইসব কারণে এডিস মশা বংশবিস্তার হয় তাই সবাইকে সর্তক থাকা প্রয়োজন।
এদিকে নগরীতে মশক নিধনে ডোবা, নালা, বাসা-বাড়ির আশপাশ, রাস্তাঘাটে জমে থাকা পচা নর্দমা, এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।
তবে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ অভিযান কিছু এলাকায় দৃশ্যমান হলেও পুরোদমে সব জায়গায় দেখা যায়নি। সব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন নগরবাসী।
শেয়ার করুন