সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতকে সদস্য প্রার্থী আব্দুস শহিদ মুহিত ও সায়েদ মিয়া

সুনামগঞ্জ

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ছাতক উপজেলা থেকে এখন পর্যন্ত দুজন প্রার্থীর নাম উঠে এসছে মানুষের মুখে-মুখে। একজন হচ্ছেন ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা, ১৫ নং ওয়ার্ডের সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত। অন্যজন হচ্ছেন কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলমের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সায়েদ মিয়া। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের হাজী আকবর আলীর পুত্র ও শহরের হাজী আকবর আলী মার্কেটের স্বত্তাধিকারী। সায়েদ মিয়া জেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলা থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি বন্ধু-বান্ধব, মুরব্বিয়ান সহ উপজেলার সকল নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন তিনি। সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত ১৪ অক্টোবর তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সংক্রান্ত বিষয়ে তার নিজ নামীয় ফেইজবুক আইডি থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে ভোট প্রার্থনা সহ সকলের সার্বিক সহযোগিতা ও দেয়া প্রার্থনা করেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *