বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলায় ৫নং সুন্দরবন ইউনিয়ন হোগলাবুনিয়া গ্রামে ইউএসআইডি ইকোসিস্টেমস/ প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ,পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে হোগলাবুনিয়া গ্রামে সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে আজ রবিবার (২২শে ডিসেম্বর) সকাল ১০ টায় হোগলাবুনিয়া গ্রামে তিন গ্রামের ভিসিএফ ও ভিসিজি সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়।
এ সভায় বিশেষ আলোচনা থাকে,অবৈধ ভাবে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা,কারেন্ট জাল ব্যবহার করা,বন্যপ্রাণী শিকার সহ বিভিন্ন বন অপরাধ এর ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং এসব কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়। এছাড়াও সুন্দরবন সংরক্ষণ কৌশল সম্পর্কে, সুন্দরবন আইন সম্পর্কে অবহিত করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কাটাখালী ভিসিএফ এর সভাপতি জনাব মোঃ মারুফ হাওলাদার বাবু, বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতাউর রহমান, সংরক্ষিত (৪,৫,৬)নারী ইউপি সদস্য নুরজাহান বেগম, সুন্দরবন ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ,বন বিভাগের প্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যেক্তিবর্গ,এনজিও প্রতিনিধি, সিএমসি সদস্য,পিপলস ফোরামের সদস্য এবং কাটাখালী,হোগলাবুনিয়া, গোড়াবুড়বুড়িয়া গ্রামের ভিসিএফ এবং ভিসিজি সদস্যবৃন্দ সহ মোট ১৬৮ জন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন