এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের ন্যায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অভ্যন্তরে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) দুপুর ১২টায় এ বৃক্ষ রোপণ কর্মসূচির বৃক্ষ রোপণ এর উদ্ধোধন করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন। এ সময় আরো উপস্থিত ছিলেন আর এম ও ডাঃ তাজরিন মজুমদার, পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান, ষ্টোর অজিত চন্দ্র দেবনাথ সহ স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক এম এ ওয়াহেদ ।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এ প্রতিনিধিকে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচি অংশ হিসেবে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ফলজ, ঔষধী, ফল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। তিনি আরো জানান এই বৃক্ষ রোপণের মাধ্যমে অত্র হাসপাতালের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং অত্র হাসপাতালের অতিরিক্ত তাপমাত্রা থেকে সেবা নিতে আসা রোগিদের স্বাস্থ্যের জন্য উপকারও হবে বলে তিনি জানান।
শেয়ার করুন