এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে দেখা গেছে আশ্চর্যজনক দৃশ্য। শনিবার (২৩ জুলাই) বিকালের দিকে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের হাকালুকি হাওরের চাতলা বিল এলাকায় দেখা যায় হাওরের পানি উঠে যাচ্ছে আকাশে। ঘুর্ণি আকারে পানি উপরে উঠে মিশে যাচ্ছে সুনীল আকাশে।
সাম্প্রতিককালে ভয়াবহ বন্যার কবলে পড়ায় পুরো হাওর ছিল পানিতে ভর্তি। ওই পানিই সুনীল আকাশের সাথে মিশে যাবার অলৌকিক দৃশ্য দেখেছে পুরো এলাকাবাসী। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
কেউ কেউ বলছেন এটা ঘূর্ণিঝড়। আবার কেউ বলছেন আল্লাহর কুদরত। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘুর্ণি হাওরের বাইরে না আসায় কোনো ক্ষতি হয়নি।
নিয়মানুযায়ী কিছু কিছু জায়গায় প্রতি বছর ঘূর্ণিঝড় হয়ে থাকে। তবে আমাদের দেশের জন্য জিনিসটা একেবারেই নতুন। ভাগ্যিস এইটা হাওরে থাকা অবস্তায় শেষ হয়ে গেছে বলে সন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ।
শেয়ার করুন