হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হবিগঞ্জ সিভিল সার্জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্বলকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরজমিনে তদন্তে আসবেন তারা। বুধবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ বাবুল কুমার।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যু হয়। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের রুবেল মিয়ার ৩দিনের শিশু পুত্র আরিয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক আরিয়ানাকে পরীক্ষা নীরিক্ষার পর ভর্তি করেন। এমতাবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মুখে রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি তাৎক্ষনিক কর্তব্যরত নার্সকে অবগত করা হলে তিনি কর্নপাত করেননি। এসময় দায়িত্বরত নার্স মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটি মারা যায়। এ ব্যাপারে আরিয়ানার পিতা রুবেল মিয়া জানান, সময়মত উপযুক্ত চিকিৎসা না দেওয়াতে শিশুটি মারা গেছে। সঠিকভাবে রোগ নির্ণয় করার পর চিকিৎসা দেওয়া হলে আমার সন্তানটি বিনা চিকিৎসায় মারা যেত না।
শেয়ার করুন