এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে আন্তর্জাতিক সর্প দংশন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) লাখাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ১০টায় আন্তর্জাতিক সর্পদংশন দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিন মজুৃমদার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালী পরবর্তী আলোচনা সভা সকাল ১০-৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিন মজুমদার এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃমন্জুরুল আহসান এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডাঃ অর্পনা সূত্রধর সহ আরো অনেক। সভায় বক্তারা বলেন জনগনের মাঝে সর্পদংশন বিষয়ে গনসচেতনতা গড়ে তুলতে হবে। এ বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে।
শেয়ার করুন