হবিগঞ্জে পিবিআইর পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ

হবিগঞ্জে হত্যা মামলায় এক অ্যাম্বুলেন্স চালককে ফাঁসানোর অভিযোগে পিবিআই’র এসআইসহ পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে মামলাটি করেন কাউছার আহমেদের ভাই কামরান আহমেদ। মামলার জবানবন্দি গ্রহণ করার পর আদেশ দেওয়া হবে বলে জানান বিচারক।

ভুক্তভোগী ওই চালকের নাম কাউছার আহমেদ। তাঁর বাড়ি বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে।

আর মামলায় আসামিরা হলেন– হবিগঞ্জ পিবিআই’র এসআই বাপ্পি বহ্নি, এএসআই তারেকুর রহমান এবং কনস্টেবল শামীম মিয়া, ইসমাইল হোসেন ও জাকির হোসাইন। হবিগঞ্জের পিপি সালেহ উদ্দিন আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ও দুদুকের প্রসিকিউটর সামছুল হক জানান, বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সুজিত দাস হত্যা মামলায় ফাঁসানোর জন্য গত ৪ অক্টোবর কাউছারকে গ্রেপ্তার করেন পিবিআইর এসআই বাপ্পি বহ্নি ও তাঁর দল। পরে জবানবন্দি দেওয়ার জন্য পীড়াপীড়ির একপর্যায়ে তারা কাউছারকে ব্যাপক মারধর করে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে মামলাটি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *