হাকালুকি হাওরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে

বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, “হাকালুকি হাওর আমাদের সম্পদ। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই হাওরকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্রে রূপায়ন করা আমার অন্যতম অগ্রাধিকার। আমরা এমন এক কুলাউড়া গড়তে চাই যেখানে প্রকৃতি ও উন্নয়ন একসাথে চলবে।”

আজ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং সিলেট মহানগরী পেশাজীবী থানার সেক্রেটারী জহির উদ্দিন।

বক্তারা বলেন, কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতো একজন শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। হাকালুকি সংলগ্ন জনপদের মানুষের জীবনমান উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

উক্ত উঠান বৈঠকে উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী সাইফুল ইসলাম খান, প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাকালুকি হাওর পাড়ের মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *