
বিপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে চোট পেয়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে নিতে হলেও চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে আজ (রোববার) ছিল বিরতি। এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে আঘাত পান বাঁহাতি এই পেসার। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সবকিছু ঠিক আছে। শরিফুলের স্ক্যান করা হয়েছে, কোনো সমস্যা ধরা পড়েনি।
পরীক্ষা শেষে শরিফুলকে হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বিপিএল শুরুর ঠিক আগের দিন মালিকানা ইস্যু নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। পরে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় এবং কোচিং ও সাপোর্ট স্টাফেও পরিবর্তন আনা হয়। এমন পরিস্থিতির মধ্যেই উদ্বোধনী দিন নিজেদের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম।
ওই ম্যাচে দারুণ বোলিং করেন শরিফুল ইসলাম। তিনি ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
শেয়ার করুন


