জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের আন্দোলন কোন দলের ছিল না, তবে শুধু ছাত্রদেরও ছিল না। ১৫ বছরের দুঃশাসনের ধারাবাহিকতা ছিল।
বুধবার ২৮ আগস্ট তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের প্রতিপক্ষ ভাবার কারণ নেই। তবে যদি তারা পথ হারিয়ে ফেলে তাদেরকে পথ দেখানোটাও আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, সর্বশেষ জামায়াতকে যে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। মানুষকে ডাইভারর্ড করতে এটা করা হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে আমাদের কারও প্রতি কোন ক্ষোভ নেই। আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যারা সুনির্দিষ্ট অপরারী তাদের শান্তি পেতে হবে। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। বিভক্ত রাজনীতির কবর চাই।
শেয়ার করুন