পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন কাল (শনিবার) প্রায় ১৭ ঘন্টার এক ঝটিকা সফরে সিলেটে আসছেন। শনিবার (২১জানুয়ারি) ভোর ৫টায় রেলপথে ট্রেনে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবেন তিনি। এরপর রাত ১০টা ২০মিনিটে বিমানযোগেই ঢাকায় ফিরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরসূচী অনুযায়ী শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকাস্থ কমলাপুর রেলস্টেশন হতে উপবন এক্সপ্রেস, সেলুন কোচ নম্বর-১২ রেলযোগে সিলেট রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন
শনিবার(২১ জানুয়ারি)ভোর ৫টায় রেলযোগে সিলেট রেলস্টেশন পৌঁছাবেন।
সকাল ১০টায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর খেয়াঘাট সুরমা নদীর ডানতীরে সুরমা নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভবন উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন।
দুপুর আড়াইটায় বিমানবন্দরস্থ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকাল চারটায় নগরীর জল্লারপারস্থ গ্র্যান্ড প্যালেস হোটেলে তিনদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৬টায় গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
রাত ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে রওয়ানা দেবেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে থাকবেন সহধর্মিনী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবীব,
উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এবং পররাষ্ট্রমন্ত্রী’র ব্যক্তিগত কমকর্তা/কর্মচারীবৃন্দ সফরসঙ্গী থাকবেন।
শেয়ার করুন