স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর -৪৯ এর আইসিপি ক্যাম্পের সদস্যরা যশোরের বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে জেরিন সুলতানা (৩৮) নামক এক পাসপোর্ট ধারী নারী যাত্রীকে ৩০ হাজার ইউএস ডলারসহ গতকাল (১৯ জুলাই) মঙ্গলবার বিকালে আটক করে।
যশোর বিজিবি- ৪৯ এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে এক মহিলা যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। পরে, আইসিপি ক্যাম্পের একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ওই মহিলা যাত্রীকে আটক করে।আটকের পর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করে।
উদ্ধারকৃত ডলার বাংলাদেশী মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবির ব্যাপক জিজ্ঞাসাবাদে ঐ নারী জানান ভারতের হুন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল,মারকুইজ ইসষ্ট্রইচ,কোলকাতা এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। শ্রী গোপাল উক্ত নারীকে বিভিন্ন ভাবে প্ররোচিত করে ল্যাগেজ এবং শরীরে ফিটেড অবস্থায় ডলারগুলো বাংলাদেশে প্রেরণ করে।
এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় উক্ত নারীকে হস্তান্ত করে মামলা দায়ের করা হয়েছে।