৫ স্পিনার নিয়ে রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান দল

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান। তাতে আছেন পাঁচজন বিশেষজ্ঞ স্পিনার।

দলে চমকের নাম তরুণ বাঁহাতি স্পিনার নাঙাল খারুতি, মোহাম্মদ ইশাক। দলে জায়গা হয়নি ওপেনার হযরতউল্লাহ জাজাইর।

গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ২০ পেরুনো স্পিনার খারুতির। ওই সিরিজে ৫.৯০ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে আলো কেড়ে জায়গা করে নিলেন বিশ্বকাপ দলে। ১৯ পেরুনো কিপার ব্যাটার ইশাকও খেলেছেন স্রেফ ৪ ম্যাচ। ব্যাকআপ কিপার হিসেবে তাকে দলে নিয়েছেন নির্বাচকরা।

লেগ স্পিনার রশিদ খানের নেতৃত্বে স্পিন আক্রমণে থাকছেন অফ স্পিনার মুজিব উর রহমান, বাঁহাতি রিষ্ট স্পিনার নুর আহমেদ, বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাঙাল খারুতি ও অভিজ্ঞ অফ স্পিনার মোহাম্মদ নবি।

স্পিন শক্তি বাড়ানো স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার রেখেছে তিনজন নাবীন উল হক, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি। পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন করিম জানাত।

৪ জুন গায়ানায় উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ। ৮ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৪ জুন ত্রিনিদাদ ও টবাগোতে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলে ১৮ জুন সেন্ট লুসিয়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান স্কোয়াড: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙাল খারুতি, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *