সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক আওয়ামী লীগ নেতা। শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সহ-সভাপতি সৈয়দ আতিকুর রব চৌধুরী জুয়েল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ আতিকুর রব চৌধুরী জুয়েল বলেন, গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত ৬নং ওয়ার্ডের সম্মেলনে তৃণমূলের মতামতকে উপেক্ষা করে নিজের পছন্দের কমিটি গঠন করেন জাকির হোসেন। জুয়েল অভিযোগ করেন, ৬নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা ছিল। ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে এমনকি দল থেকে বহিষ্কারের হুমকিও প্রদান করেন। তিনি নেতাকমীদের সাথে পরামর্শ করা হয়েছে দাবি করে কাউন্সিলরদের বিভ্রান্ত করে নিজের পছন্দের নেতৃতৃ নির্বাচনের অপচেষ্টা চালান। আতিকুর রব চৌধুরীর দাবি, অধ্যাপক জাকির হোসেন সম্মেলনের দিন জোরপূর্বক একটি কাগজে স্বাক্ষরও আদায় করে নেন।
আতিকুর রব চৌধুরী অভিযোগ করেন, সিলেট বিভাগে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান থাকলেও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেনের দায়িত্ব গ্রহণের পর থেকেই সিলেট মহানগর আওয়ামী লীগ রাজপথে অনেকটা ছন্দ হারিয়েছে। তিনি দলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নিজের ইচ্ছেমতোই দল চালাচ্ছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বারবার। করোনার দুঃসময়েও তিনি নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর নেননি। ঘরে থেকেই বের হননি।
আতিকুর রব চৌধুরী জুয়েলের দাবি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ঘোষিত কমিটি একটি নখদন্তহীন অথর্ব কমিটি। সভাপতি পদে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি বয়সের ভারে ন্যুব্জ এবং দলের দুর্দিনে কখনওই তাকে দেখা যায়নি। আর সাধারণ সম্পাদক হিসেবে যাকে মনোনীত করা হয়েছে সেই জাহিদুল হোসেন মাসুদ সম্পর্কে অধ্যাপক জাকির হোসেনের ভাগনে। জাহিদুল হোসেনের এক ভাই ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং আরেক ভাই জামাতের রাজনীতির সাথে জড়িত।
আতিকুর রব চৌধুরীর ভাষ্য, তৃণমূলের নেতাকর্মীরা বারবার ভোটের মাধ্যমে নেতৃতু নির্বাচনের দাবি জানালেও অধ্যাপক জাকির তাদের মতামতকে মূল্যায়ন করেননি। তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে আতিকুর রব চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতৃবৃন্দের কাছে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি প্রদানের দাবি জানান।