তারকা দম্পতি অনন্ত-বর্ষা জুটির সিনেমা ‘দিন দ্য ডে’ ঈদে সারাদেশে মুক্তি পায়। এই জুটি সিনেমাটি দেখার আমান্ত্রণ জানান দেশের ৭৪ জন তারকাকে। কিন্তু সেই ডাকে সাড়া দেননি কোনো শিল্পী।
রোববার (১৭ জুলাই) অনন্ত ঘোষণা দেন, দেশের প্রথম সারির ৭৪ জন তারকা শিল্পীকে তিনি ‘দিন দ্য ডে’ দেখার দাওয়াত দিয়েছেন। পরদিন যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো তারা দেখবেন বলে সে সময় জানানো হয়েছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী, যথা সময়ে অনন্ত-বর্ষা সিনেপ্লেক্সে হাজির হলেও চিত্রনায়িকা শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডিএ তায়েব, শিরিন শিলা ছাড়া এ সময় আর কোনো শিল্পীকে দেখা যায়নি সিনেপ্লেক্সের আঙিনায়।
এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। সন্ত্রাস দমনে অভিযানে অংশ নেন তিনি। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।