অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল: ইসি

জাতীয়

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলের আছে। তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে আইনে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সেই সাথে মাদারীপু-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনাতেও ব্যবস্থা নেয়া হবে। মাঠে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে বলা হয়েছে।

প্রশাসনের রদবল প্রসঙ্গে তিনি বলেন, অনিয়ম নিয়ে প্রশাসনে রদবদল চলছে। এটা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *