আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক ও বাসিন্দাদের সতর্কতা দিয়েছে সৌদি আরবের সরকার। একইসঙ্গে অনুমতি ছাড়া হজ পালনের মাধ্যমে কেউ আইন ভঙ্গ করলে তাকে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হবে বলেও জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। এমনকি, যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহণ করে ধরা পড়বেন, তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
অপরদিকে, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদেরকে প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগ শেষ হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।
শেয়ার করুন