অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তালামীযে ইসলামিয়ার শুভেচ্ছা

সিলেট

মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি ::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা এ সরকারের প্রতি শুভেচ্ছা জানাই। আশা করি এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি সকল মানুষের নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে।
যথাশীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে এবং দেশকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ রক্ষার জন্যও নতুন সরকারের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *