‘অপারেশন ডেভিল হান্ট’ : সিলেটে কবে?

সিলেট

দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে রোববার দুপুর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে শুরু হয়নি ‘অপারেশন ডেভিল হান্ট’, আটক হয়নি কেউ? জনমনে প্রশ্ন এই অপারেশন সিলেটে কবে? যদিও ইতোমধ্যে সিলেটের সরকারী সব বাহিনী ও সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজ চলছে। নির্ধারিত দিনক্ষণ না বললেও, দ্রুততম সময়ের মধ্যে সিলেটেও ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাআত্মগোপনে চলে যান। সম্প্রতি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার সাথে সমন্বয় করে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীরা ফিরতেও শুরু করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত অনেকেই প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর খবরে আবার আত্মগোপনে চলে গেছেন তারা। নগরী বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে তাদের দেখা মিলেনি বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক জালালাবাদ বলেছেন, সিলেটে ‘অপারেশন ডেবিল হান্ট’ শুরু করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সাথে সমন্বয়ের কাজ চলছে। ইতোমধ্যে সিলেটের রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে এসএমপি কমিশনারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেবিল হান্ট’ এর কর্মকৌশল সিলেটে কিছুটা ভিন্ন হতে পারে। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান চলবে। অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে তাই আপাতত কর্মকৌশলগুলো বলা যাচ্ছেনা।

এ ব্যাপারে বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক (অপরারেশন) মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, অপারেশন ডেবিল হান্টে বিজিবির অংশগ্রহণের ব্যাপারে এখনো কোন নির্দেশনা আসেনি। তবে বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (ধহফড়ষড়হবৎপযড়নর.ঢ়ড়ষরপব.মড়া.নফ) আপলোড করার আহ্বান জানানো হয়েছে।

একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) পুলিশ হেডকোয়ার্টার্স ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। আগামী ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উক্ত ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।

এদিকে ‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। এটা একটা পুলিশী অ্যাকশন। তবে আইনানুগ যত ব্যবস্থা নেয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সাথে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে ‘গুড প্র্যাকটিস’ রেখে যেতে চাই যেন আয়নাঘর আর তৈরি না হয়।

অপারেশন ডেবিল হান্টে রোববার দুপুর পর্যন্ত ১৩০৮ জন গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দফতর বলেছে- আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১ হাজার ৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে।

এদিকে সিলেটের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম সেবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস ডিজিএফআই সিলেট, বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামীদের গ্রেফতার, মামলাসমূহের তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আগস্ট মাসে অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। দেশবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাছাড়া চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ ও সমন্বয়করা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে, শহরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করা হবে না বা কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবে না।

পুলিশ কমিশনার বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকলের ঐক্য ও সহযোগিতার কারণে সিলেটে কোনো বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো দুস্কৃতকারী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে। কোন অপরাধীর সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

জানা গেছে, এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে। পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার দুপুর পর্যন্ত এই অপারেশনে দেশব্যাপী ইতোমধ্যে ১৩০৮ জন গ্রেফতারের খবর পাওয়া গেছে। তবে রাত ৯টা পর্যন্ত এই সংখ্যা ১৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *