অপারেশন ডেভিল হান্ট’ : সিলেটে গ্রেফতার আরো ২১

সিলেট

স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় বুধবার বিভাগে গ্রেফতার হয়েছিলেন ৩৬ জন। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের ৫ দিনেও সিলেটে কোন অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী গ্রেফতার হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৭ জনকে আটক করা হয়েছে। এই সময়ে সিলেট জেলায় ১, সুনামগঞ্জে ৬ ও মৌলভীবাজারের ৭ জন রয়েছেন। এর আগের ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় ৬, সিলেট জেলায় ৬, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ১৭ জন গ্রেফতার হন। তবে গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলায় কাউকে আটক করা হয়নি। আর সিলেট জেলায় আটক হন মাত্র ১ জন।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট নগর এলাকায় আটক ৭ জন হলেন- মহানগরীর ১৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি কাওসার খান (৪৫), ৩২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মুকিত আহমদ তন্ময় (২৮), ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রায়হান আহমদ (২৫), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), দক্ষিণ সুরমা উপজলোর তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাদশা মিয়া (৫৫), মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন তারেক (৩০) ও জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবলীগ নেতা আফজাল হোসেন (৩৩)।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ২৭ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো ৭ জন। ডেভিলদের গ্রেফতারে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *