অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার

জাতীয়

কিছু উচ্চাভিলাসী পুলিশ সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো বাহিনীকে ঢেলে সাজানো হবে। যারা অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হব। এছাড়া ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ যারা অস্ত্র ব্যবহার করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, পুলিশের কতিপয় অপেশাদার ও উচ্চাভিলাসী সদস্যরা পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে, সেসব নিয়ে তদন্ত হচ্ছে বলে জানান কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ৫০টি থানার মধ্যে ২২টি থানা পুড়েছে, অনেক পুলিশ আহত-নিহত হয়েছে। ফলে এখনও আতঙ্কে আছে পুলিশ বাহিনীর অনেকেই। পুরোদমে তাদের কাজে ফিরতে আরো কিছুটা সময় লাগবে বলে জানান, মাইনুল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *