অপ্রতিরোধ্য গতিতে আগামী সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ করছেন এসএম ইয়াকুব আলী

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ মণিরামপুর আসনের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এম ইয়াকুব আলী।
আজ শুক্রবার (১৬ জুন) বিকালে মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোণা খোলা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন,সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ন আহবায়ক ইউপি সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম বুলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, ভোজগাতী ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবিসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় এস এম ইয়াকুব আলী বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী তাই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের আদলে গ্রামকেও উন্নয়ন করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
উল্লেখ্য মনিরামপুর উপজেলায় আলহাজ্ব এস এম ইয়াকুব আলী দীর্ঘদিন যাবত মনিরামপুরের জনগণের সুখদুঃখে পাশে থেকে শীতবস্ত্র বিতরণ,ইদ ও পূজার সময় গরীব মানুষদের বস্ত্রসহ উন্নতমানেরখাদ্যসামগ্রী বিতরণ,প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক উপকরণ ও অর্থ বিতরণ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন।এছাড়া মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করে আসছেন।আর এসব কারণে তিনি যখনই কোন এলাকায় গণসংযোগ করতে যাচ্ছেন তখন সাধারণ জনগণের জোয়ার পরিলক্ষিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *