অবরোধ: চলতে শুরু করেছে দূরপাল্লার বাস

জাতীয়

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন দুপুর থেকে সিলেট থেকে দূরপাল্লার বাস চলতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে সিলেটের কদমতলী বাস স্ট্যাণ্ড থেকে কয়েকটি বাস রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

অবশ্য এসময় বাসগুলোকে পুলিশের গাড়ি পাহারা দিতে দেখেছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

সিলেট ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগ অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

আগের দু’দিনের চেয়ে অবরোধের তৃতীয় দিনে নগরীতে যানবাহনের সংখ্যা অনেক বেশী চোখে পড়েছে। রিকশা অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। তবে বাস ট্রাক চলছেনা।

বিভিন্ন মার্কেট শপিংমল বন্ধ থাকলেও সাধারণ দোকানপাট আগের দু’দিনের চেয়ে অনেক বেশী খুলেছে। নগরীর বন্দরবাজার জিন্দাবাজার ও আম্বরখানা এলাকায় ফূটপাতের ব্যবসায়ীরা তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *