অবশেষে বদলির সুযোগ পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

জাতীয়

অবশেষে বদলির সুযোগ পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। তবে শুধু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ করা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই এ সুযোগ পাবেন।

রবিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪ জারি করে।

বদলির সাধারণ শর্ত:

১) বদলির সাধারণ শর্তে বলা হয়, শুধু সমপদে কর্মরত দু’জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র বদলির আবেদনই বিবেচনা করা হবে।

২) চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩) তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

৪) নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে।

৫) অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না।

৬) চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

বদলির কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন।

আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া:

১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে।

২) বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

৩) প্রতিবছর ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর মধ্যে অনলাইনে পারস্পারিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে।

৪) অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে।

৫) বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অন-লাইনে ট্রান্সফার করতে হবে।

৬) বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জৈষ্ঠ্যতার ধারাবাহিকতা আগের অবস্থা বজায় থাকবে।

বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনও ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *