অবিলম্বে চা শ্রমিকদের এরিয়র বিল পরিশোধ করতে হবে : চা শ্রমিক ফেডারেশন

সিলেট

অবিলম্বে স্থায়ী ও অস্থায়ী সহ সকল চা শ্রমিকদের এরিয়ার বিল পরিশোধ করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর রবিবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি রতœা বসাক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের প্রজাপতি কর্মকার, সুমন বসাক, শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ, আনোয়ার হোসেন, কুটি মিয়া, শুক্কুর আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সঞ্জিত শর্মা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকরা দৈনিক মজুরি বৃদ্ধি করাসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ১৯ দিনব্যাপী আন্দোলনের ফলে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষক কর্তৃক ১৭০টাকা মজুরি নির্ধারণ করা দেয়া হয়েছিল।কিন্তু আন্দোলনের প্রায় ২মাস মাস পেরিয়ে গেলেও চুক্তি বিলম্বিত সময়কালীন এরিয়ার বিল এখন দেয় নি মালিকপক্ষ। চুক্তি ও এরিয়ায় বিল নিয়ে চলছে মালিকপক্ষের টালবাহানা। এই এরিয়ার বিল দেয়া হয় কয়েক দফায় তাও আবার শুধুমাত্র স্থায়ী শ্রমিকদের। অস্থায়ী  শ্রমিকদের এরিয়ার বিল থেকে বঞ্চিত করেন মালিকপক্ষ।

বক্তারা পূর্নাঙ্গ এরিয়ার বিল এককালীনভাবে স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের প্রদান, ২০২১-২০২২সালের চুক্তি প্রকাশসহ অন্যান্য ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *