অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের

সিলেট

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সিলেট নগরীর অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম। শনিবার সন্ধ্যায় এসএমপি কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সেই সাথে অপরাধীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সেনাবাহিনীর ৩৪ বীর এর কর্ণেল জিএস, মেজর মেহেদী হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব প্রমূখ।

এছাড়া সভায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, র‌্যাব ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *