অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবীতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে ‘উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট’র উদ্যোগে পৌর শহরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৭ মে) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্তরের কয়েক শতাধিক শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যাটারি চালিত অটোরিক্সা বিশ্বনাথে তীব্রভাবে লোডশেডিং ও শিশুশ্রম বৃদ্ধি করেছে। উপজেলা ও পৌর এলাকার সর্বত্র যানজট বৃদ্ধি করে বিভিন্ন সময়ে ছোট-বড় একাধিক দূর্ঘটনা সংগঠিত করে ওই ব্যাটারি চালিত অটোরিক্সা। অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সার কারনে কমে গেছে কৃষি শ্রমিকের সংখ্যা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসিনতার কারণে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিক্সা চার্জ দেওয়ার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারের রাজস্ব।
কর্মসূচিতে বক্তারা স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইন-চার্জ (ওসি), পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশে বন্ধ হওয়া নানান সমস্যার প্রধান কারণ ‘ব্যাটারি চালিত অটোরিক্সা’র চলাচল বিশ্বনাথে বন্ধ না করা হলে চলমান এসএসসি পরীক্ষার পর-পরই কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ‘উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট’র নেতৃবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের প্রধান উপদেষ্টা ময়না মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সহ সভাপতি ফরিদ মিয়া, সেবুল মিয়া, যুগ্ম সম্পাদক তোরন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক আখলুছ আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ, আমির হোসেন।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সদস্য আনসার আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন, সুন্দর আলী, আশিক আলী, সহ সভাপতি সিরাজ মিয়া, মকদ্দুছ আলী, শিশু মিয়া, মানিক মিয়া, সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, রিপন মিয়া, লিয়াকত আলী, সালেহ আহমদ রাজন, গয়াস আলী, মতছির আলী, সাংগঠনিক সম্পাদক আরশ আলী, বিলাল আহমদ, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আরশ আলী, সহ দপ্তর সম্পাদক দুদু মিয়া, সহ প্রচার সম্পাদক আমির আলী, রেদুওয়ান আহমদ, সদস্য ইরন মিয়া, নজরুল ইসলাম, কাওছার আহমদ, হাসন আলী, মবশ্বর আলী, সুহেল আহমদ মোস্তফা, হুমায়ুন রশিদ, বিলাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইসলাম উদ্দিন বাবুল, নিজাম উদ্দিন, খলিল আহমদ, সেবুল মিয়া প্রমুখ বিভিন্ন স্তরের শ্রমিকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *