কাজী মোহাম্মদ আলীঃ
যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্লার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, আওয়ামী লীগ নেতা শাহ মুকিত জিলানী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।