অভয়নগর উপজেলা আওয়ামীলীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জাতীয়

কাজী মোহম্মদ আলী, অভয়নগর:

অভয়নগর উপজেলা আওয়ামীলীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক মো. শাহীন চাকলাদারের স্বাক্ষরিত প্যাডে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন এনামুল হক বাবুল, সহসভাপতি পদে শাহ ফরিদ জাহাঙ্গীর, গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, আব্দুল গনি মোড়ল, আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, শেখ আইয়ুব হোসেন, মহিউদ্দিন আহমেদ, বিকাশ রায় কপিল ও খানএ কামাল। সাধারণ সম্পাদক পদে রয়েছেন সরদার ওলিয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে সুশান্ত কুমার দাস, আব্দুল মান্নান মোল্যা ও আব্দুর রউফ মোল্যা। অভয়নগর উপজেলা আওয়ামীলীগের এই কমিটি মোট ৭১সদস্য বিশিষ্ট। কমিটিতে সম্মানীত সদস্য হিসেবে রয়েছেন ৩৫জন সদস্য। তাছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ২১জন সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *