অভীবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারের অভিগম্যতা বিষয়ে নরসিংদীতে আইনজীবীদের প্রশিক্ষন দিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি

জাতীয়

নরসিংদী জেলা প্রতিনিধি:-

অদ্য ১১ ই মার্চ ২০২৩ ইং রোজ শনিবার সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি( বি.এন.ডব্লিউ.এল.এ) এই প্রশিক্ষনের আয়োজন করে।

প্রশিক্ষনের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট ফেরদৌস নিগার সমিতির (সদস্য ও সহকারী পরিচালক- এডভোকেসি) সিমস প্রকল্প আইনজীবী।

অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা সহ আইনজীবীগনের মাধ্যমে জনগণের কাছে এই তথ্য সমূহ পৌঁছে দেওয়া এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসন কর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে গুরুত্ব দেওয়া কথা বলেন। যার ফলশ্রুতিতে অভিবাসন কর্মীদের ন্যায় বিচার প্রাপ্তিতে অভিগম্যতা সহ ন্যায় বিচার নিশ্চিত হয়।

প্রশিক্ষনে ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন, তানভিয়া রোজলিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, এডভোকেট শিরিন আক্তার শেলী (সদস্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং প্যানেল আইনজীবী সিমস্ প্রকল্প ও( মহিলা আইনজীবী নরসিংদী জেলা শাখার প্রধান)

জেলা সমন্বয় কারী মোস্তফা কালাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রশিক্ষনে অংশগ্রহণকারী আইনজীবীগন এই সময়োপযোগী আয়োজনের জন্য মহিলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *