
স্টাফ রিপোর্টার:
‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের মূল শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা শুমারী স্থায়ী কমিটি ও পৌরসভা শুমারী স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদ নওরীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, প্রকৌশলী আবু সাইদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রনজিত চন্দ্র ধর রন, জোনাল অফিসার বাবুল দাশ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল বেগ, মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও জোনাল অফিসার বৃন্দ।
শেয়ার করুন


