ফিফা র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠেও হয়েছে অনুবাদ। অস্ট্রেলিয়া যেখানে ২৭ নম্বরে সেখানে ১৫৬ ধাপ পেছনে থাকা বাংলাদেশের হার ছিল অনেকটা স্বাভাবিক। মাঠের ফলাফল অবশ্য তারচেয়েও বেশি। বিনা যুদ্ধে পরাস্ত বাংলাদেশ, ব্যবধান এখানে ৭ গোলের।
বৃহস্পতিবার মেলবোর্নে প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে রাখে অস্ট্রেলিয়া। সকারু ফুটবলারদের সঙ্গে কোনোরকম লড়াই করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডিফেন্ডার হ্যারি সোটারের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় অস্ট্রেলিয়া। ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকে গোলমুখে ক্রস করেন কনোর।
৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে সকারুরা। কনোর মেটকালফির তুলে দেওয়া বলে জায়গায় দাঁড়িয়ে হেডে বল জালে পাঠান মিচেল ডিউক। ৪০ মিনিটে ব্যবধান আরো বাড়ায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে বারেল্লোর শট সাইড পোস্টে প্রতিহত হয়, ফিরতি বলে অনায়াসে জালে পাঠান ডিউক। ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হজম করে আরো তিন গোল। ৪৮ মিনিটে দলের পঞ্চম গোল করেন জেমি ম্যাক্লারেন। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ছয় নাম্বার গোল করেন ম্যাক্লারেন। ৮৪ মিনিট আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাক্লারেন।
এর ৫ মিনিট পর ডি বক্সের মাঝে ফাউল করে শাকিল। পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। তবে সেই পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-০ গোলের বড় হার দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শুরু করল হাভিয়ের কাবরেরার দল।
এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে দুই লেগে ৯ গোল হজম করে হেরেছিল তারা; ২০১৫ সালের বাছাইয়ে অস্ট্রেলিয়ার পার্থে ৫-০ এবং ঢাকায় ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বাছাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
শেয়ার করুন