সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাবেক তুখোড় এই ছাত্রনেতা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সততা ও নিষ্ঠার মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। জেলা পরিষদকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিনত করবেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদকে সমন্বয় করে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নকে গ্রাম থেকে শহর সকল জায়গায় পৌঁছে দিবেন, ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫