আইন শৃঙ্খলার অবক্ষয়কে রুখতে পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করবে,,,,, বানারীপাড়ায় পূজামন্ডপ পরিদর্শনে ডিআইজি

জাতীয়

জাকির হোসেন, বানারীপাড়া:

অনিয়ম, দূর্নীতি ও আইন শৃঙ্খলার অবক্ষয়কে রুখতে জনগনের সাথে থেকে প্রশাসনিক ভাবে পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ। গতকাল রবিবার ৬ অক্টোবর বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে কাজলাহার শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেন বরিশাল রেঞ্চের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। উপজেলার কাজলাহারে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি মঞ্জুর মোরশেদ আরও বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে কোন ধরনের যেন অস্বস্তিকার পরিবেশ সৃষ্টি হতে না পারে কোন ধরনের অনাকাঙ্ক্ষী ধারণা থাকতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে আমার আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে পাশাপাশি আপনাদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই ২৪ এর ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেশ প্রেমের শিক্ষা নিতে পারি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মমিন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত ইসলামীর আমীর কাওসার হোসেন, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, সাংবাদিক সাব্বির হোসেন সহ সকল দল মত ও পূজা উৎযাপন পরিষদের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *