হবিগনজ প্রতিনিধিঃ
শহরে অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজে কাচাবাসি খাবার সংগ্রহসহ নানা অভিযোগে আইয়ুব আলী রেস্তোরা- কলাপাতা রেস্টুরেন্ট- ও মধুবন রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজে কাচাবাসি খাবার সংগ্রহসহ নানা অভিযোগে কলাপাতা রেস্টুরেন্টকে ৫ হাজার, আয়ুব আলী রেস্তোরাকে ৫ হাজার এবং মধুবন রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, মাসখানেক আগে শহরের ৫টি রেস্টুরেন্টের মালিক ও কর্মীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রেস্টুরেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। কিছু রেস্টুরেন্ট নির্দেশনা গুলো মেনে চললেও কয়েকটি রেস্টুরেন্ট না মানায় এই জরিমানা হয়েছে। দেবানন্দ সিনহা জানান, এখন থেকে রেস্টুরেন্ট গুলোতে নিয়মিত মনিটরিং থাকবে।
শেয়ার করুন