আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেট বিজয় চত্তর থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ এর নেতৃত্বে বুধবার ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় সিলেট বিজয় চত্তর থেকে এই বিক্ষোভ মিছিল টি বের করা হয়।
ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ বলেন – আওয়ামীলীগকে পূর্ণ বাসনের সুযোগ দেওয়া যাবে না। এদেরকে যারা সহযোগিতা করবে, পূর্ণবাসনের সুযোগ করে দিবে তাদেরকে প্রতিহত করা হবে। বাংলার জমিনে আওয়ামীলীগ -জাতীয় পার্টির ঠাই হবে না।
ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ বলেন – আমরা ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেশ সংস্কারের পথে নেমেছি। ২৪ এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে সামনের সারি থেকে এদেরকে প্রতিহত করেছে। জুলাই গণ অভুথ্যানে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হয় তিনি বলেন – আওয়ামীলীগ হচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসী রাজনৈতিক দল। যারা নির্বিচারে গত ১৬ বছর ধরে এতোগুলো মানুষের উপর গুম -খুন – হত্যাকান্ড চালিয়েছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে পূণর্বাসন করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এরা আবার আসলে দ্বিগুণ হত্যাকান্ডে লিপ্ত হবে তাদের মধ্যে থাকবে প্রতিশোধের আগুন। দেশের নিরীহ মানুষ অনাহারে মরবে, দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে সুতরাং আমরা শহিদের রক্তের সাথে বেইমানী করার সুযোগ দিতে চাই না। জাতীয় পার্টি আওয়ামীলীগ থেকে কোনো অংশে কম নয় ১৯৯০ সালের কথা মানুষ ভূলে যায় নি। এই দেশে নতুন করে কোনো ফ্যাসিজম সৃষ্টি করতে দেওয়া যাবে না। যারা এই দেশের মানুষের উপর অন্যায় – অত্যাচার, জুলুম -নিপিড়ন চালাবে কিংবা আওয়ামীলীগকে পূর্ণ বাসন দিতে সহযোগিতা করবে তাদেরকে আওয়ামীলীগের মতো বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। ফ্যাসিবাদ দূর করনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার ব্যাবস্থা নিশ্চিত করা। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো নির্দোষ ব্যাক্তিকে কোনো জালেমের জুলুমের স্বীকার হতে যেনো না হয় তবে প্রকৃত দোষীদের অবশ্যই শাস্তি প্রদান করতে হবে। এখনো প্রকৃত দোষীরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে উক্ত প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করেন।
ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন :
ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাকের, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ, সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ, মহানগরের সহ সভাপতি এস এম আমিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন সানি,
যুব অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সিলেট জেলার সহ সভাপতি জুবায়ের আহমদ তুফায়েল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন,ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক এনাম আরিয়ান, সমাজসেবা সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ সহ উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী।
আওয়ামীলীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেটে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ”
আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেট বিজয় চত্তর থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ এর নেতৃত্বে বুধবার ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় সিলেট বিজয় চত্তর থেকে এই বিক্ষোভ মিছিল টি বের করা হয়।
ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ বলেন – আওয়ামীলীগকে পূর্ণ বাসনের সুযোগ দেওয়া যাবে না। এদেরকে যারা সহযোগিতা করবে, পূর্ণবাসনের সুযোগ করে দিবে তাদেরকে প্রতিহত করা হবে। বাংলার জমিনে আওয়ামীলীগ -জাতীয় পার্টির ঠাই হবে না।
ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ বলেন – আমরা ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেশ সংস্কারের পথে নেমেছি। ২৪ এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে সামনের সারি থেকে এদেরকে প্রতিহত করেছে। জুলাই গণ অভুথ্যানে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হয় তিনি বলেন – আওয়ামীলীগ হচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসী রাজনৈতিক দল। যারা নির্বিচারে গত ১৬ বছর ধরে এতোগুলো মানুষের উপর গুম -খুন – হত্যাকান্ড চালিয়েছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে পূণর্বাসন করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এরা আবার আসলে দ্বিগুণ হত্যাকান্ডে লিপ্ত হবে তাদের মধ্যে থাকবে প্রতিশোধের আগুন। দেশের নিরীহ মানুষ অনাহারে মরবে, দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে সুতরাং আমরা শহিদের রক্তের সাথে বেইমানী করার সুযোগ দিতে চাই না। জাতীয় পার্টি আওয়ামীলীগ থেকে কোনো অংশে কম নয় ১৯৯০ সালের কথা মানুষ ভূলে যায় নি। এই দেশে নতুন করে কোনো ফ্যাসিজম সৃষ্টি করতে দেওয়া যাবে না। যারা এই দেশের মানুষের উপর অন্যায় – অত্যাচার, জুলুম -নিপিড়ন চালাবে কিংবা আওয়ামীলীগকে পূর্ণ বাসন দিতে সহযোগিতা করবে তাদেরকে আওয়ামীলীগের মতো বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। ফ্যাসিবাদ দূর করনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার ব্যাবস্থা নিশ্চিত করা। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো নির্দোষ ব্যাক্তিকে কোনো জালেমের জুলুমের স্বীকার হতে যেনো না হয় তবে প্রকৃত দোষীদের অবশ্যই শাস্তি প্রদান করতে হবে। এখনো প্রকৃত দোষীরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে উক্ত প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করেন।
ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন :
ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাকের, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌ: মাজেদ, সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ, মহানগরের সহ সভাপতি এস এম আমিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন সানি,
যুব অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সিলেট জেলার সহ সভাপতি জুবায়ের আহমদ তুফায়েল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন,ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক এনাম আরিয়ান, সমাজসেবা সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ সহ উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী।