রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতার অভিযোগে সংগঠন থেকে অব্যহতি পাওয়া আওয়ামী লীগ নেতা পংকজ কুমার সাহাকে ক্ষমা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্ষমা ঘোষণা করা হয়।এতে বলা হয় পংকজ কুমার সাহা ভবিষ্যতে গঠনতন্ত্র নীতি ও আদর্শ পরিপন্থি কোন কার্যকালাপে জড়িত না থাকার বিষয়ে লিখিত অঙ্গিকার করলে তাঁকে এই ক্ষমা প্রদান করা হয়।গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ধারা মোতাবেক ক্ষমা প্রদর্শন করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে। এ দিকে পংকজ কুমার সাহা আওয়ামী লীগের ক্ষমা পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের,হবিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির,বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সে সাথে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।উল্লেখ্য পংকজ কুমার সাহা কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য হিসেবে আওয়ামী লীগে যোগ দেন।
শেয়ার করুন